Monday, April 9, 2018

মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয় সমীপে মুক্তির খোলা চিঠিঃ

মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয় সমীপে মুক্তির খোলা চিঠিঃ

মহোদয়,

যথাযোগ্য মর্যাদা ও সন্মান পুরঃসর বিনীত নিবেদন এই যে, আমি জন্মসূত্রে একজন বাংলাদেশি জাতীয় কন্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা। ইউনিক গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলীর ব্যক্তিগত সচিব থাকাকালীণ ২০০২ সালে জামাত বি এন পি জোট সরকারের অবৈধ আস্তানা "হাওয়া ভবনের" ভূয়া মামলা ও নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হই এবং মালদ্বীপে এসে একটি স্কুলে শিক্ষকতা শূরু করি।

আমার চির স্বভাবজনিত দুর্বিনীত প্রতিবাদী মানসিকতার কথা স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের বহু নেতা/মন্ত্রীগণ অবহিত রয়েছেন। আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর গানের মুক্তি নামেই সর্বজনবিদিত।

আওয়ামী রক্ত তাই প্রবাসে এসেও নীরব থাকতে পারিনি; যে দেশে প্রবাসীদের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ সে দেশে আমি মুক্তি প্রতিষ্ঠা করেছিলাম মালদ্বীপ আওয়ামী লীগ।

মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস ( সাবেক হাই কমিশন) এর সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী হিসেবে বহু লাঞ্ছনার শিকার হতে হয়েছে।

Image may contain: 1 person

এমন কি এতদবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জেনারেল আবেদীন, সাবেক মন্ত্রী কর্নেল ফারুক, আব্দুস সোবহান গোলাপ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জয়নাল হাজারী, শামীম ওসমান, জুনায়েদ আহমেদ পলক ও ডঃ দীপুমনিও অবহিত আছেন।

মালদ্বীপ আওয়ামী লীগের অনেক অনুষ্ঠানেই বহু মন্ত্রী ও মান্যবর সাবেক হাই কমিশনার রিয়ার এডমিরাল আওয়াল সাহেবও যোগদান করেছিলেন । ভিডিও ও ছবি প্রমানবহন করে (ছবি সংযুক্ত )



মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে ২০১৪ সালে ইস্কান্দার স্কুলে জাতীয় শোক দিবস পালনের আয়োজন করেছিলাম । সে অনুষ্ঠান করতে দেয়নি হেড অফ দি চ্যাঞ্চেরী হারুন অর রশিদ।

আমি মালদ্বীপের মহামান্য প্রেসিডেন্ট ডঃ ইয়ামীন মাওমুনের একটি অনুষ্ঠানে তাঁর সামনেই ছিলাম।

হঠাত একটি ফোন এলোঃ

*******************

ঃহ্যালো আমি হেড অফ দি চ্যাঞ্ছেরী হারুন অর রশিদ বলছি;

ঃকে মুক্তি সাহেব বলছেন?

ঃজ্বি

ঃশুনেছি আপনি ১৫ই আগষ্ট পালন করছেন আপনার ইস্কান্দার স্কুলে?

ঃজ্বি আমার সব অনুষ্ঠান তো ইস্কান্দার স্কুলেই হয়ে থাকে।

ঃআপনি এ অনুষ্ঠান করতে পারবেন না; ঐ দিন হাই কমিশন থেকে অনুষ্ঠান করা হবে সূতরাং আপনার অনুষ্ঠান বন্ধ করতে হবে;

ঃআমি এ মুহূর্তে কথা বলতে পারছি না; আমি প্রেসিডেন্টের সামনে কাজেই পড়ে কথা বলছি;

ঃআপনি বুঝতে পারছেন তো যে হাই কমিশন আপনাকে কল করেছে?

******************

মালদ্বীপের রাজধানী মালে ইস্কান্দার স্কুলে আমি মুক্তি যে হলটিতে পররাষ্ট্র প্রতি মন্ত্রী শাহরিয়ার আলম, প্রবাসী কল্যান ও জনশক্তিমন্ত্রী ইঞ্জিয়ার খন্দকার মোশাররফ হোসেন দেরকে সংবর্ধনা দিয়েছি, সে হলেই আয়োজন করেছিলাম জাতীয় শোক দিবস ২০১৪।

সে অনুষ্ঠানের অপরাধেই আমার মালদ্বীপের সোনালী দিনগুলো ১৫ই আগস্টের চেয়েও ভয়াবহ করে তুলেছিল এই হারুন অর রশিদ, হেড অফ দি চ্যাঞ্ছেরী এবং সাবেক হাই কমিশনার রিয়ার এডমিরাল আওয়াল।

********

মালদ্বীপে আমার হাতে গড়া আওয়ামী লীগের ছেলেদের ভয় ভীতি দেখিয়ে দেশে পাঠিয়ে দিয়ে আমাকে পঙ্গু করে দেয়া হল। তারপরেও হারুন অর রশিদ সাহেবের খায়েশ মিটেনি। সে মালে অবস্থানরত তার পোষা দালাল আদম ব্যবসায়ী, গাঞ্জা ব্যবসায়ী, ডলার ব্যবসায়ীদের একটি গ্রুপ নিয়ে চলে এবং সীমাহীন দুর্নীতি লুটপাট করে বেড়ায়। এখানে অতিরঞ্জিত কিছুই লিখছি না। প্রমান সহই দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেছি আমি তদন্ত চাই। অতি সম্প্রতি সে ঐ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। আমাকে টেলিফোনে মারধর করার হুমকি দিয়েছে। বিষয়টি মালদ্বীপ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।মালদ্বীপ দূতাবাস কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেল। অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশ দূতাবাস গত ২১শে ফেব্রুয়ারি এবং স্বাধীনতা দিবসে একজন ভারতে প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধা, জাতীয় কন্ঠশিল্পী ও মালদ্বীপ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মালদ্বীপ সরকারের জনপ্রিয় সঙ্গীত শিক্ষক (আমি নিজে ), একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান মালদ্বীপে কর্মরত ৩৩ বছরের সিনিয়র ফিজিক্সের শিক্ষক আওয়ামী লীগের উপদেষ্টা মীর সাইফুল ইসলাম এবং আর একজন ২৫ বছর যাবত মালদ্বীপে শিক্ষকতায়রত গজল সঙ্গীত শিল্পী মালদ্বীপের অত্যন্ত জনপ্রিয় ও সর্বজনবিদিত শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।




এই তিন জন শিক্ষকের কাউকেই মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মালদ্বীপস্থ দূতাবাস নিমন্ত্রণ করেন নি। বিষয়টি মালদ্বীপের মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট হাউসের কর্মকর্তাদেরও নজরে এসেছে। এ দেশে বাংলাদেশী এই তিনজন শিক্ষকই অত্যন্ত দক্ষতার কারনে এবং বিশেষ করে শফিক ও আমি গানের কারনে প্রেসিডেন্ট থেকে শুরু করে কোন মন্ত্রী, ধনিক ব্যবসায়ী, বর্ণাঢ্য বণিক শিল্পী ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ নেই যে আমাদের এই তিনজনকে না চিনেন বা না জানেন। একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ না করার হেতু একটাই হতে পারে যে দেশ আজো স্বাধীন হয়নি অথবা এই দূতাবাস পাকিস্তানের অথবা এই দূতাবাসে মহান স্বাধীনতার স্বপক্ষের কোন কর্মকর্তা কর্মচারী নেই।
মহান স্বাধীনতা দিবসে কেন আমাদের দূতাবাস নিমন্ত্রণ করেনি? আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় মাননীয় মন্ত্রী হিসেবে আপনাকে অবহিত করলাম।

আমরা জাতীয় সম্পদ। আমাদেরকে জাতীয়ভাবেই অপমান করা হয়েছে। আমরা এর বিচার চাই। কারন জানতে চাই।
মহানুভব, পররাষ্ট্রনীতি ও কুটনৈতিক বিশেষজ্ঞ হিসেবে খ্যাত আপনার সমগ্র জীবনের লব্ধ অভিজ্ঞতা আজ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক জটিলতা সমস্যাদি সমাধান ও বিদেশের সাথে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনে আপনার সততা শ্রম ও সফলতার সূত্র ধরেই আজ সুবিচারের প্রত্যাশায় আপনাকে অবহিত করলাম। যদি বাংলাদেশ সরকার মনে করে আমি বাঙ্গালী নই, বাংলাদেশী নই-আমার পাসপোর্ট বাংলাদেশ সরকার জব্ধ করতে পারে, আমার কোন আপত্তি নাই। কিন্ত এ অপমানের বোঝা নিয়ে বাঙ্গালী হিসেবে আর মালদ্বীপে পরিচয় দিতে চাইনা। প্রয়োজনে পাসপোর্ট পুড়িয়ে শরণার্থী হয়ে যাবো যেমনটি হয়েছিলাম ১৯৭১ সালে ভারতে আশ্রয় নিয়ে।

ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক শেখ মুজিবের নিরস্পেষিত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত চির দুখি চির সংগ্রামী বাঙ্গালী জাতি।

আল্লাহ আপনার ভালো করুন;

দেশ আরো এগিয়ে যাক, আরো উন্নয়ন ঘটূক, উত্তরোত্তর বাংলাদেশ মধ্যম আয়ের দেশ খ্যাত স্বীকৃতিকে ডিঙ্গিয়ে উন্নত দেশের তালিকায় লিপিবদ্ধ হোক;

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আপনার একান্ত ভক্ত অনুরাগী

মোকতেল হোসেন মুক্তি

বীর মুক্তিযোদ্ধা জাতীয় কন্ঠশিল্পী

সিনিয়র সঙ্গীত শিক্ষক

ইস্কান্দার স্কুল মালে, মালদ্বীপ

Wednesday, April 4, 2018

কিছু কথা কিছু ব্যথা যায়না বলা যথা তথা:মোকতেল হোসেন মুক্তি

কিছু কথা কিছু ব্যথা যায়না বলা যথা তথা
মোকতেল হোসেন মুক্তি

কৈশরের অনেক স্রিতিই অতলে হারিয়ে যায়। বুকের গহনে হাতিয়ে সব খুজে পাওয়া যায়না। তবু যে টুকু স্বরন করতে পারবো সেটুকুই লিখতে চেষ্টা করবো।
৬৭ ৬৮ সালে বংগবন্ধু আওয়ামীলীগ আগরতলা ষড়যন্ত্র মামলা অসহযোগ আন্দোলন ছাত্রলীগের জ্বালাও পোড়াও ধনিতে উত্তাল নিষ্পেষিত পুর্ব পাকিস্তান। রাজনীতিগত কোন ধারনা নেই। তবু বন্ধুদের সাথে শ্লোগান মিছিলে সামিল হয়ে বাড়ীতে গিয়ে ভাই ও বাবার পিটানি খেতাম। মা গোপনে ভাত খাওয়াতেন আর নিষেধ করতেন " বাবা তুই সংসারের ছোট ছেলে সবার আদরের। তুই লেখা পড়া করবি ডাক্তার ইঞ্জিনিয়ার হবি যা এই বংশের মধ্যে কেউ হতে পারেনি।
বাস! দুই তিন দিন লেখা পড়া বন্ধ!
রাতে শুনতে পেলাম বাড়ীর সামনের পুকুর পার দিয়ে মিছিল যাচ্ছে " তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব বাস দৌড়। সে মিছিলের সাথে শ্লোগান দিতে দিতে চলে গেলাম মাদারিপুর কাপানো ৬৯ এর গন অভ্যন্থানের আপোষহীন ছাত্রনেতা আজকের মুজিব বাহিনীর হাবিবুর রহমান আজাদের গ্রাম স্নানঘাটা। যেখানে কেউ আমাকে চিনেনা এবং আমিও কাউকে চিনিনা। একটা বাংলা ঘরে মাটিতে শুয়ে থাকলাম না খেয়ে।। ভোরে বাড়ীর পথ খুজে হাটতে হাটতে বাড়ী এলাম ৮/ ৯ টার দিকে। সকালের পান্তা ভাতের সাথে গালি তো খেতেই হল ভাগ্য ভালো যে বাবা বাড়ীতে ছিলেন না। তাহলে গালে ও পিঠে বোনাস হিসেবে আরো কিছু খেতে হত। শরীয়তপুরের ক্রিতি সন্তান জননেতা আব্দুর রাজ্জাক আলী আহমেদ স্যার আবিদুর রেজা খান আসবেন গোসাইর হাটের নাগেরপাড়া হাটে জনসভায় বক্ত্রিতা দেবার জন্য। আমি হাজির এবং মঞ্চের সামনে গিয়েই দাঁড়িয়ে স্থানীয় নেতা ভাতিজি জামাই মিলু বক্ত্রিতা দিলেন। আমি জানিনা যে সে আমাদের আত্মীয় হয়। মিলু মঞ্চ থেকে নামার পরেই বললাম ভাই আমি একটা গান গাবো। সে শুনলো কি শুনলো না বুঝলাম না। পাশের একজন বল্ল কি গান গাবেন? শেখ মুজিবকে নিয়ে। সে লোক গিয়ে কাকে যেনো বললেন এবং আমাকে দেখিয়ে বললেন ঐ ছেলে। খুশিতে কাপসি কি গাবো? ঐ জনসভায় যাবার সময় একটা গান মনে মনে রচনা করেছিলাম। তাও ভুলে গেছি শেষের পংতি। এবার নাম ঘোষনা দিলেন। খাসের হাট থেকে আসা একজন মুজিব ভক্তের নিজের লেখা শেখ মুজিবের গান।



সে সময় আমার জ্ঞানইবা কত টুকুন আর বাংলা ভাষা সম্পর্কীয় কোন প্রাঞ্জল শব্দের সাথে পরিচয়ই ছিলনা। আমি মাদ্রাসার আহুমের ছাত্র কিন্তু মন মানসিকতা অন্য রকম। মনে প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে মঞ্চের মাইক সে মানদাতা আমলের গোলাকার মাইক্রোফোন। সব চেয়ে বড় আলোচ্য বিষয় ছিল যে ঐ দিন আলী আহমেদ স্যার এবং রাজ্জাক ভাই আমার কন্ঠ এবং গানের কথা মনে রেখেছিলেন অনেক দিন। কি গেয়েছিলাম, কি উলটা পালটা শব্দ চয়নে রচেছিলাম সে গান মনে পড়ছে না তবে অন্তরায় উল্লেখ করেছিলাম "আমরা সবাই মুজিব হবো, নির্যাতনের বদলা নেবো পশ্চিমা সব হায়েনাদের এমন উচিত শিক্ষা দেবো, জাগো রে বাংগালী জাগো আর ঘুমাইও না।। পরের কথা মঞ্চেই মনে পড়ছিলনা এখনতো একেবারেই মনে নাই। আলী আহমেদ স্যার ডাকলেন, তোমার বাড়ী কই? বাবার নাম গ্রামের নাম বল্লাম। ছাত্রনেতা মিলু জামাই বললেন আমাদের আত্মীয়। বাস আমি হিরো। রাজ্জাক ভাই নাকি মিলুকে বলে গিয়েছিলেন ঐ ছেলেটাকে জনসভাগূলোতে গান করাতে পারো সে ভালোই গায়। কাজে লাগাও।